শুটকির আড়ালে কক্সবাজার থেকে নিয়ে যাওয়া হতো ইয়াবা: আটক ২ 

অনলাইন ডেস্ক ◑ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শুটকি বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটক দুই মাদক কারবারী হলেন, মো. হাবিবুর রহমান গাজী (৩১) ও মো. হাফিজুল ইসলাম (৩৩)।

তাদের হেফাজত থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ওই ট্রাকটিও জব্দ করেছে র‌্যাব-১০। আটক দুইজনই সাতক্ষীরার শ্রীরামপুর গুচ্ছগ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজ মো. কাইয়ুমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকার ঘিরিধারা মারাকাতুজ তাহফিজ মাদ্রাসা ও মসজিদের সামনে তল্লাশি চৌকিতে একটি শুটকি বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ওই ট্রাকে থাকা দুই মাদক কারবারীকে আটক করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটক দুই মাদক কারবারী চট্টগ্রামের কক্সবাজার থেকে এসব ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানী ঢাকার মাদক কারবারীদের সরবরাহের জন্য এনেছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা নষ্ট হয়ে যাওয়া শুটকির ট্রাকে লুকিয়ে ইয়াবার এই চালানটি নিয়ে আসছিল। ট্রাকের পচা দুর্গন্ধ থাকলে আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি করবে না এটা ভেবেছিল আটক মাদক কারবারী হাবিবুর ও হাফিজুল। তারা ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবার চালান সরবরাহ করতো বলেও তথ্য রয়েছে।

আটক দুই মাদক কারবারীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-১০ এর অধিনায়ক।

আরও খবর