চট্টগ্রাম ◑ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকাগামী এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
আটক শহীদুল ইসলামের (২৫) বাড়ি কক্সবাজারে চকরিয়ায়। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৪টার দিকে স্ক্যনিংয়ের সময় এ ঘটনা ঘটে।
শাহ আমানত বিমাবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান পূর্বকোণকে বলেন, ‘বিমানবন্দরে ব্যাগ স্ক্যানিংয়ের সময় ব্যাগের ভিতর সন্দেহজনক কিছুর আভাস পাওয়া যায়। পরবর্তীতে তল্লাশি করে ব্যাগের ভিতর থকে ১ হাজার ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
আটক যাত্রী ও উদ্ধার ইয়াবাসমূহ পতেঙ্গা থানায় হস্তান্তরের চেষ্টা চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-