ডেস্ক রিপোর্ট ◑ কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা থেকে ১১ হাজার ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (২০ জুলাই) রাতে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান এ তথ্য বাংলানিউকে নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- মো. নাসির (৩৭) ও মো. গিয়াস উদ্দিন (৪০)।
মো. কাইমুজ্জামান খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দাউদকান্দি ব্রিজ এলাকায় সোমবার ভোরে র্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। অভিযানে ১১ হাজার ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ট্রাক, তিনটি মোবাইল ও নগদ ৯ হাজার ২শ’ টাকা জব্দ করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে।
আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও এসময় জানান কাইমুজ্জামান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-