বৃষ্টিতে স্মার্টফোন ভিজে গেলে তৎক্ষণাৎ যা করা জরুরি

অনলাইন ডেস্ক ◑ চলছে বর্ষাকাল। যখন তখনই বৃষ্টি পড়ার দিন এখন। তাইতো আপনাকে অপ্রস্তুত রেখেই বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। আর আপনাকে ভেজানোর সঙ্গে সঙ্গে ভিজিয়ে যাবে আপনার শখের স্মার্টফোনটিও।

এই অবস্থায় আপনার শখের স্মার্টফোনে পানির ঢুকলে ফোনটি নষ্ট হয়ে যেতে পারে। তাই জানা জরুরি ফোনে পানি ঢুকলে তৎক্ষণাৎ কী করা জরুরি। যা আপনার স্মার্টফোনটিকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক উপায়-

> প্রথমে যে কাজটি করবেন তা হলো তাৎক্ষণিকভাবে ফোনটি বন্ধ করে দিন।

> সিমকার্ড, ব্যাটারি ও কেসিংও খুলে ফেলুন।

> শুকনো কাপড় বা টিস্যু দিয়ে ডিসপ্লে মনিটর, সার্কিট ব্যাটারি, কিপ্যাড, কেসিং ভালোভাবে মুছে নিন।

> ফোন শুকাতে ভুলেও হেয়ার ড্রায়ার বা ওভেন ব্যবহার করবেন না। এতে ফোনের পার্টস গলে যেতে পারে, ঘটতে পারে বড় দুঘর্টনা।

> বৃষ্টির পর রোদ উঠলে কিছু সময় রোদে রাখতে পারেন ফোন। আর ভালোভাবে শুকিয়ে নিয়েই ফোন চালু করতে হবে।

> বৃষ্টির দিনে বাইরে বেরোনোর সময় ফোন ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা কাগজের ভেতরে নিয়ে বের হওয়া উচিত।

> ফোনে কোনো ধরনের সমস্যা দেখা দিলে নিদির্ষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে যান।

আরও খবর