চট্টগ্রাম ◑ চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর সিনেমা প্যালেস এলাকা থেকে ইয়াবাসহ সাইফুল ইসলাম সোহান (২১) নামের এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৮ জুলাই) তাকে আটক করা হয় বলে জানান মহানগর গোয়েন্দা (দক্ষিণ ) বিভাগের পুলিশ পরিদর্শক দেব প্রিয় দাশ।
আটক সাইফুল ইসলাম সোহান কক্সবাজার জেলার রামু উপজেলার মিঠাইছড়ি পশ্চিম খন্দকার পাড়া মো.বাদশা মিয়া ছেলে।
দেব প্রিয় দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার চারশ পিস ইয়াবাসহ সাইফুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, লোভে পড়ে সাইফুল ইয়াবা বেচা-কেনায় যুক্ত হয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-