কক্সবাজারে স্যাম্পল নেই, টেষ্ট ২৭, মাত্র দুইজন ‘পজিটিভ’

বিশেষ প্রতিবেদক ◑

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ১৮ জুলাই ২৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মাত্র ২ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১ জন ও টেকনাফ উপজেলায় ১ জন এর রিপোর্ট পজেটিভ আসে।

একইদিন বাকী ২৫ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩১৪১ জনে পৌঁছেছে। শনিবার ১৭ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৩১৯৭ জনের। গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট শুরু হওয়ার পর থেকে আজ শনিবার ১৮ জুলাই সর্বনিম্ম সংখ্যক নমুনা টেস্ট করা হলো।

আরও খবর