কক্সবাজারে বাজার তদারকি অভিযান, ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ইমাম খাইর ◑

কক্সবাজার শহরের বড় বাজার, কাচা বাজার ও মাছ বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৮ জুলাই) পরিচালিত অভিযানে বিভিন্ন অভিযোগে ৭টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করো হয়েছে।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- স্বপন বাঘা ষ্টোর ৫ হাজার, মেসার্স ভাই ভাই বাণিজ্যালয় ৫ হাজার, সাতকানিয়া ষ্টোর  ৫ হাজার, মেসার্স সাব্বির এন্ড সন্স ৩ হাজার, মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম ৫ হাজার, সালমা পোল্ট্রি ফার্ম ৫ হাজার, শফিউল উদ্দিন পোল্ট্রি ফার্ম ৫ হাজার টাকা।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

তিনি জানান, তদারকিকালে আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মসলার বাজারে বিশেষ নজরদারি করা হয়। মসলা জাতীয় কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা ও পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেইসাথে ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয় ।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এএসআই আজমীর এর নেতৃত্বে সদর থানা পুলিশের এক দল সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে  বলে জানান মোঃ ইমরান হোসাইন।

আরও খবর