ইমাম খাইর, কক্সবাজার ◑
নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেলেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নোমান হোসেন প্রিন্স।
১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার অফিস স্মারক নং-০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৫.১৯.১৫১ এ বলা হয়েছে-অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮ এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।
মোঃ নোমান হোসেন প্রিন্স কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। সেখান থেকে বান্দরবান সদর উপজেলায় একই পদে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নোয়াখালীতে বদলী হন দক্ষ, চৌকস ও মেধাবী এই কর্মকর্তা।
নতুন কর্মস্থলে সঠিক ও যথাযথভাবে দায়িত্ব পালনে সবার দোয়া চেয়েছেন নোমান হোসেন প্রিন্স।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-