কক্সবাজারে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

জাহেদ হাসান :
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৪শত ২৮ পিস ইয়াবাসহ কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর ফয়সাল সহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
১৬ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম কক্সবাজার সদর থানাধীন হলিডে মোড় সানমুন হোটেলের সামনে ওই পাচারকারীর দেহ তল্লাশী করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার ও তাকে হাতেনাতে আটক করে।
আসামী মোঃ ফয়সাল (২২)পিতা- ফরিদুল আলম, সাং- কালু ফকির পাড়া, ৭ নং ওয়ার্ড, চৌফলদন্ডী- কক্সবাজার সদর।
অন্যদিকে ১৭ জুলাই (শুক্রবার) বিকাল ৩টার দিকে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জ্যোতিষ সেজে মানুষের ভাগ্য গনণার পাশাপাশি ইয়াবা পাচারকালে
কক্সবাজার সদর থানাধীন দরিয়ানগর ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ১ হাজার ৪শত ২৮ পিস ইয়াবাসহ ওই জ্যোতিষীকে আটক করে।
আটক আসামী মোঃ আলমগীর হোসন (২৮), পিতা- মোতালেব মিয়া, সাং- পূর্ব এওজবালওয়া, ওয়ার্ড নং-৬, পোঃ – মান্নান নগর, সুধারাম – নোয়াখালী।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়।

আরও খবর