একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক ◑ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ জুলাই) সকালে স্থানীয়দের খবর পেয়ে উপজেলার পল্লী বিদ্যুৎরোড এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- গণি মিয়া (৪৫) ও তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭) ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তার বাড়ির গেট তালাবদ্ধ ছিল। সকালে গণির শাশুড়ি বাসার গেটে এসে ডাকাডাকি করে কোনা সাড়া না পেলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, জেলা থেকে পিবিআই ও সিআইডি বিশেষেজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে। পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা বেষ্টনিতে রেখেছে। ঘটনা তদন্তে সত্যতা জানা যাবে।

আরও খবর