চকরিয়ার বাদল মুন্সী ডিবি পুলিশের হাতে আটক

চকরিয়া প্রতিনিধি ◑


কক্সবাজারের গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চকরিয়ার থানা সেন্টার এলাকা থেকে বাদল কান্তি সুশীল (প্রকাশ বাদল মুন্সী) ও অফিসের কম্পিউটার অপরাটের পলাশকে আটক করেছে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে পৌর এলাকা থানা সেন্টারের পাশে বাদল মুন্সীর নিজস্ব অফিস থেকে তাদেরকে নিয়ে যায়। ওইসময় তার ব্যবহৃত কম্পিউটারও নিয়ে যায় তারা তবে কী কারণে আটক করেছে তা জানা যায়নি।

আটককৃত বাদল কান্তি সুশীল (৫৩) চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের বাটাখালী সুশীল পাড়া কৃষ্ট কুমার সুশীলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাদল কান্তি সুশীল তার অফিসে বসে কম্পিউটারে বিভিন্ন মামলার দরখাস্ত লিখছিলেন। ওইসময় হঠাৎ করে একদল ডিবি পুলিশের পরিচয় দিয়ে এসময় অফিসে তল্লাশী চালায়। পরে বাদল মুন্সী ও কম্পিউটার অপারেটর পলাশ দাশকে আটক করে নিয়ে যায়। অফিসের কম্পিউটার ও সরঞ্জারমও নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুর রহমান জানান, সন্ধ্যার দিকে ডিবি পুলিশ বাদল কান্তি সুশীল ও তার অফিসের কম্পিউটার অপারেটর পলাশ দাশকে আটক করেছে। তবে কী কারণে আটক করেছেন তা জানি না।

আরও খবর