সায়ানের চিকিৎসায় কক্সবাজার জেলা প্রশাসনের তহবিলে হেলালের অনুদান


নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র সাউদ সোরাইন সায়ান চৌধুরীর চিকিৎসায় গঠিত জেলা প্রশাসনের তহবিলে নগদ ২০ হাজার টাকা অনুদান দিলেন উখিয়ার কুতুপালংয়ের তরুণ সমাজসেবক প্রকৌশলী হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের হাতে তিনি নগদ অর্থ হস্তান্তর করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ উপস্থিত ছিলেন।

একজন মেধাবী ছাত্রের জীবন সায়াহ্নে পাশে দাঁড়ানোয় হেলাল উদ্দিনের প্রতি ধন্যবাদ জানান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

আর হেলালও যে কোন বিপদাপন্ন মানবতার পাশে থাকতে যেন পারেন, সবার দোয়া কামনা করেছেন।

ক্যান্সার আক্রান্ত সাউদ সোরাইন সায়ান চৌধুরীর চিকিৎসায় ৫০ লক্ষ টাকা দরকার। তার জন্য একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও সায়ানের পরিবারের ১ সদস্যকে রেখে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। যার হিসাব নং-০৯০৩৫০১০১৯৬৮৬, সোনালী ব্যাংক, কক্সবাজার শাখা।

আরও খবর