নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দা এলাকায় ডাম্পার ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম আহমদ উল্লাহ (৩৮)। সে একজন বাক প্রতিবন্ধী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টায় চেইন্দা বসুন্ধরা এ্যামিউজমেন্ট ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সে কক্সবাজার সদরের লিংকরোড কোনারপাড়া এলাকার বজল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,স্পেশাল সার্ভিসের মিনিবাসটি উখিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল। একই সময় বিপরীতমুখী একটি ডাম্পার আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলে প্রাণ হারান ডাম্পারে থাকা শ্রমিক আহমদ উল্লাহ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু ক্রসিং থানা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মুজিবুর রহমান জানান, দুঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তি শ্রমিক বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-