জাহেদুল ইসলাম ◑
লোহাগাড়া উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে মিফতাহুল জান্নাত নামের এক প্রসূতী নারী একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার চরম্বা ইউপির সদস্য মো. সোলাইমানরে স্ত্রী।
বুধবার (১৫ জুলাই) বেলা ৩টা ১৯মিনিটের অপারেশনের মাধ্যমে এ তিন ছেলে সন্তান জন্ম দেন তিনি।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টায় হাসপাতালে ভর্তি হয় প্রসুতি মিফতাহুল জান্নাত। বুধবার বেলা ৩টা ১৯মিনিটের সময় গাইনী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: কানিছ নাছিমা আক্তারের তত্বাবধানে রয়েছেন। বর্তমানে মা ও ৩ নবজাতক সন্তান সুস্থ রয়েছে।
চরম্বা ইউপি সদস্য মোহাম্মদ সোলাইমান বলেন, মহান আল্লাহর কাছে অশেষ শোকরিয়া আদায় করছি। মা ও ৩ নবজাতক সন্তান সুস্থ রয়েছেন। তাদের সুস্থততার জন্য সবার কবাছে তিনি দোয়া চেয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-