সৈকত পরিস্কারে অংশ নিলো এনভায়রনমেন্ট পিপলের ৬০ পরিবেশকর্মী

প্রেস বিজ্ঞপ্তি ◑

কক্সবাজার জেলা প্রশাসনের আহ্বানে সমুদ্রসৈকতে ভেসে আসা বর্জ্য পরিস্কার শুরু করেছে পরিবেশকর্মী। এতে কক্সবাজারের অন্যতম পরিবেশবাদী সংগঠন এনভায়রনমেন্ট পিপলের ৬০ জন পরিবেশকর্মী অংশ নেয়।

বুধবার সকালে দরিয়ানগর পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজমুল হুদা, জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খান ও ১১ সংগঠন মিলে গঠিত ‘সোশ্যাল এক্টিভিস্ট ফোরামের’ সমন্বয়ক এইচএম নজরুল ইসলাম।

জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ১১ টি পরিবেশ সংগঠনের ৫’শতাধিক পরিবেশকর্মী সৈকত পরিস্কারে অংশ নেয়। একেকটি সংগঠনকে একেক পয়েন্টে দায়িত্ব দেওয়া হয়। এরমধ্যে ‘এনভায়রনমেন্ট পিপল’ কে দায়িত্ব দেওয়া হয় সৈকতের লাবণী পয়েন্টে থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত।
এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদের নেতৃত্বে ৬০ জনের অধিক পরিবেশকর্মী বুধবার সকাল ১০ টায় পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করে। এটি শেষ হয় দুপুর ১ টার দিকে।

এরমধ্যে সকাল সাড়ে ১০ টার দিকে সুগন্ধা পয়েন্টে এসে এনভায়রনমেন্ট পিপলের পরিবেশকর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার।

এসময় উপস্থিত ছিলেন এনভায়রনমেন্ট পিপলের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, প্রধান নির্বাহী রাশেদুল মজিদ, পরিচালক ও সোশ্যাল এক্টিভিস্ট ফোরামের সমন্বয়ক এইচএম নজরুল ইসলাম, এনভায়রনমেন্ট পিপলের পরিচালক আজিম নিহাদ, মুহাম্মদ হোসাইন, আবু সাদাত, সদস্য সাংবাদিক এমএ আজিজ রাসেল, সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফরিদ মোহাম্মদ, শহিদুল করিম শহিদ, মিজানুর রহমান, শেখ কামাল, তারেক আরমান, নুরুল হোসাইন, মনছুর আলম, মিজবাহ উদ্দিন, ইমাম হোসেন, রায়হান ছিদ্দিকী, উছেন থোয়েন প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন পরিবেশকর্মীদের সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় নিবেদিত থাকার আহ্বান জানান।
দুপুর ১১ টার দিকে এনভায়রনমেন্ট পিপলের পরিবেশকর্মীরা সী-গাল পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় সাগরের ঢেউই একটি মৃত কচ্ছপ ভেসে আসে। পরে এনভায়রনমেন্ট পিপলের কর্মীরা সেটি সৎকার করেন।

আরও খবর