মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ইসলামী ছাত্রশিবির কক্সবাজার শহর শাখার সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম (৪৩) আর নেই। উখিয়া উপজেলার দক্ষিণ পুকুরিয়া মাও.আবদুস সালামের পূত্র নজরুল ইসলাম বুধবার ১৫ জুলাই বেলা সাড়ে ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর ব্যবসা প্রতিষ্টানে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুম নজরুল ইসলাম বর্তমানে কক্সবাজার সদর উপজেলার পশ্চিম হাজি পাড়ার বাসিন্দা। তিনি কক্স ন্যাশনাল হাসপাতালের প্রাক্তন ব্যবস্থাপক এবং হাবীব এন্ড ব্রাদার্স এর ম্যানেজার ছিলেন। তিনি একপূত্র ও দু’কন্যা সন্তানের জনক। বুধবার ১৫ জুলাই বিকেল সাড়ে ৩ টায় পশ্চিম হাজিপাড়া (মাছন হাজির ঘোনায়) বায়তুর রহমান জামে মসজিদ মাঠে মরহুম নজরুল ইসলাম এর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-