কক্সবাজারে মঙ্গলবার ৩১৫ টেস্টে রোহিঙ্গা সহ ৫০ জনের রিপোর্ট ‘পজেটিভ’

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ১৪ জুলাই ৩১৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৫০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ৩৩ জন, বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৫ জন, রোহিঙ্গা শরনার্থী ১ জন ও আগে ‘পজেটিভ’ হওয়া পুরাতন ৪ জন করোনা রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট আবারো ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ২৬৫ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ১৪ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৩৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২৬ জন, রামু উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ১ জন টেকনাফ উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩০৬১ জনে পৌঁছেছে। মঙ্গলবার ১৪ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা টেস্ট করা হয়েছে মোট ২২৩৭৫ জনের।

আরও খবর