মেরিন ড্রাইভ বীচ এলাকায় মিললো অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑

টেকনাফ মেরিন ড্রাইভ বীচ এলাকা থেকে অজ্ঞাত নামা এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, ১৪ জুলাই (মঙ্গলবার) সকাল ৫টার দিকে স্থানীয় জেলেরা গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ কক্সবাজার জার্নালকে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনি আরো বলেন লাশের পরিচয় ঘটনার আসল রহস্য বের করার জন্য চেষ্টা চলছে।

আরও খবর