ইয়াবা নিয়ে চট্টগ্রামে পৌঁছার আগেই ধরা পড়লো টেকনাফের ২ যুবক সহ ৩ পাচারকারী

চট্টগ্রাম ◑ কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ও নগরীর হালিশহরে পাচারকালে দুই হাজার ৬শ’ ২৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পৃথক তিনটি অভিযানে পটিয়ার মুজাফরাবাদ ও নগরের রেলস্টেশন এবং জিপিও এলাকায় যৌথ অভিযান চালিয়ে এই ব্যক্তিকে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের মুখে রেলস্টেশনের প্রবেশ পথে মো. রফিক (২০) নামে এক আসামি গ্রেপ্তার হয়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার চার নম্বর ওয়ার্ডে। তার পিতার নাম সুলতান আহমেদ। সেইসাথে জিপিও’র বিপরীত এলাকা থেকে ৭শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মো. জিয়াউদ্দিন (৩০) এর বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা পৌরসভায়, তিনি স্থানীয় ইসমাইল বেপারির ছেলে।

অপরদিকে আজ সকাল ৯টায় পটিয়া থানার মোজাফরাবাদ এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে নয়শত পঁচিশ পিস ইয়াবাসহ মো. হারুন(৩৯) আটক করা হয়।

সে টেকনাফের পুরানপাড়ার সাবরাং ইউনিয়নের আব্দুল মতলিবের ছেলে বলে জানা গেছে। সে ইয়াবাগুলো নগরীর হালিশহরে নিয়ে যাচ্ছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮ অনুযায়ী পটিয়া ও কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

আরও খবর