কক্সবাজারে সোমবার ২৭০ টেস্টে ৩৬ জনের রিপোর্ট ‘পজেটিভ’

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ◑

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ১৩ জুলাই ২৭০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৩৬ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ২০ জন, বান্দরবান জেলায় ৯ জন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৪ জন ও আগে পজেটিভ হওয়া পুরাতন ৩ জন করোনা রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

বাকী ২৩৪ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এতথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ১৩ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ২০ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১০ জন, উখিয়া উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন ও কুতুবদিয়া উপজেলায় ৩ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩০২৮ জনে পৌঁছেছে।

আবার কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও থেমে নেই। গত ১০ জুলাই পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ৪৭ জন মৃত্যুবরণ করেছে। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, রামু উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৬ জন, পেকুয়া উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৬ জন ও টেকনাফ উপজেলায় ৫ জন। অর্থাৎ আক্রান্ত, মৃত্যু কোন দিক থেকেই কক্সবাজারের মোট ৮ টি উপজেলার একটি উপজেলাও বাদ নেই।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৩০ জন রোগী নিয়ে কক্সবাজার সদর উপজেলা শীর্ষে অবস্থান করছে। ৩৭২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে উখিয়া উপজেলা দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। ৩৪৬ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে চকরিয়া উপজেলা তৃতীয় অবস্থানে রয়েছে। ২৭২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে টেকনাফ উপজেলা চতুর্থ অবস্থানে রয়েছে। ২৫৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে রামু উপজেলা পঞ্চম অবস্থানে, ১৫২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে মহেশখালী উপজেলা ষষ্ঠ অবস্থানে, ১২৭ জন করোনা রোগী নিয়ে পেকুয়া উপজেলা সপ্তম অবস্থানে এবং কুতুবদিয়া উপজেলা ৭৪ জন করোনা রোগী নিয়ে ৮টি উপজেলার মধ্যে সর্বনিম্মে অবস্থান করছে। তবে মাত্র প্রায় দেড় লক্ষ জনসংখ্যা অনুপাতে কুতুবদিয়া উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা একেবারে কমও নয়।

কক্সবাজার জেলা প্রশাসনের করোনা ভাইরাস সংক্রান্ত ম্যাপিং এর তথ্য অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত ৩০০৮ জন রোগীর মধ্যে ১৬৪২ জন সুস্থ হয়েছেন। তারমধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৬১৪ জন, রামু উপজেলায় ১৩৮ জন, চকরিয়া উপজেলায় ২৩০ জন, পেকুয়া উপজেলায় ১০০ জন, মহেশখালী উপজেলায় ১১১ জন, কুতুবদিয়া উপজেলায় ৩৩ জন, উখিয়া উপজেলায় ২২১ জন ও টেকনাফ উপজেলায় ১৯৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। সোমবার ১৩ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা টেস্ট করা হয়েছে মোট ২২০৬০ জনের।

আরও খবর