ইমাম খাইর:
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদোন্নতি পেলেন কক্সবাজার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার একরামুল ছিদ্দিক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে।
ওই আদেশে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। শীঘ্রই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে পদায়নের পর নিজ কর্মক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর- ১৮৯৮, সেকশন ১৪৪’ এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।
একরামুল ছিদ্দিক (১৭৫০৮) কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের আগে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-