সংবাদ বিজ্ঞপ্তি ◑ কক্সবাজার জেলা পুলিশে যোগ হয়েছে আরো ২টি নতুন পিকআপ গাড়ি। শনিবার জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর ফলে জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে ক্রয়কৃত গাড়ি দুটি পুলিশের দৈনন্দিন কাজে সহায়ক ভূমিকা পালন করবে।
এর আগে জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে একই মডেলের আরো ৭টি পিকআপ ক্রয় করে বিভিন্ন থানা/তদন্ত কেন্দ্র/ফাড়িতে এবং একটি হায়েস মাইক্রোবাস ক্রয় করে জেলা গোয়েন্দা শাখায় প্রদান করা হয়।
এর ফলে অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের সক্ষমতা পূর্বের যেকোন সময়ের চাইতে বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-