জাহেদ হাসান :
চট্রগ্রাম লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা পাচারকালে টেকনাফ উপজেলার জাদিমুড়ার নাজিম উল্লাহ সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার( ১০ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন মাহমুদ এর নির্দেশনায় এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম গামী একটি মিনি পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে কৌশলে লুকানো ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ তাদের গ্রেফতার ও মাদক পাচারে ব্যবহৃত মিনি পিকআপ গাড়িটি জব্দ করা হয়।
আটক আসামী ১। মোঃ রমজান প্রকাশ বাবু (২০), পিতা-মৃত মোঃ হামেদ আলী, মাতা-খতিজা খাতুন, সাং-লাঙ্গলবান্ধা, থানা-মুক্তাগাছা-ময়মনসিংহ, ২। নাজিম উল্লাহ (২৬) পিতা-মোঃ নুর আহাম্মদ, মাতা-মোছাঃ হাছিনা বেগম, সাং-জাদিমরা,টেকনাফ, -কক্সবাজার, ৩। রাজেশ শীল (৪২), পিতা-সুশীল শীল, মাতা-ছুনা বালা, সাং-আমিরাবাদ, নাপিত পাড়া, লোহাগাড়া-চট্টগ্রাম,৪। মোঃ হাছান আলী (৩৫), পিতা-মৃত আলী আকবর, মাতা-রেজিয়া বেগম, সাং-বাজালিয়া, বাকের আলী বিল, আনুরঘোনা, সাতকানিয়া-চট্টগ্রামদের।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে লোহাগাড়া থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মাহমুদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-