জাহেদ হাসান ◑
চট্রগ্রাম লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার ৪ জন পুরুষ ও ২ জন নারীকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৯জুলাই)রাত ৭.৫০ মিনিটের সময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন মাহমুদ এর নির্দেশনায় এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ওই পাচারকারীদের দেহ তল্লাশী করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ তাদের গ্রেফতার করে।
আসামীরা হলেন, মোঃ মঈন উদ্দিন (২৭), পিতা- মোঃ আক্তার হোসেন,মাতা- মাজেদা বেগম, সাং- কোরবানিয়া ঘোনা, উত্তর হারবাং,-চকরিয়া,২। মোঃ শফি (৩৫), পিতা-মৃত আলী আহাম্মদ, মাতা- মোছাঃ কুলসুমা খাতুন, সাং-ফাঁইস্যাখালী-চকরিয়া,৩। মোছাঃ আয়েশা খাতুন(২৫), স্বামী-মোঃ নুর আলম, মাতা- রাবেয়া খাতুন, সাং-লম্বরী,-টেকনাফ, ৪। নুরুল বশর(৩৪), পিতা-মোঃ আলী, মাতা-মৃত নুর বানু, সাং-মহাজর পাড়া, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মাহমুদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-