টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ ফের রোহিঙ্গা আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা আবারও হোয়াইক্যং বাজার এলাকা থেকে ২০হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

১০ জুলাই (শুক্রবার) বিকাল পৌনে ৩টার দিকে টেকনাফের হোয়াইক্যং র‌্যাব ক্যাম্প (সিপিসি-১) এর সদস্যরা মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে এক ব্যক্তি ১টি ব্যাগ নিয়ে হোয়াইক্যং বাজারের দিকে আসার সময় দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে বালুখালী ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-৮৩ এর বাসিন্দা নুর আহমদের পুত্র আলী জোহার (৪৩) কে আটক করে। এরপর তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান আটক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাশাপাশি এখনো যারা মাদক কারবারে জড়িত সে সমস্ত অপরাধীদের আটক করার জন্য র‍্যাবের চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর