টেকনাফে দু’টি বস্তায় পাওয়া গেলো ৩ লাখ ইয়াবা: ২ যুবক আটক

কক্সবাজার জার্নাল ডটকম ◑

টেকনাফে দুই বস্তা ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক,
গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
কক্সবাজার র‌্যাব-১৫ সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে একটি অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে নিয়ে আসা তিন লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।

১০ জুলাই (শুক্রবার) ভোর সাড়ে ৫টার দিকে র‍্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং তুলাতলী মসজিদ সংলগ্ন পাহাড় ঘেঁষা একটি ছড়া দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করছে।

সেই তথ্য অনুযায়ী র‌্যাব-১৫ সদস্যদের একটি চৌকষ দল উক্ত স্থানে অভিযানে গেলে মাদক পাচারে জড়িত বেশ কয়েকজন অপরাধী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকের চালানসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব তাদের ধাওয়া করে দুই অপরাধীকে আটক করতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে দুই বস্তা ইয়াবাও উদ্ধার করা হয়। আটক আসামীরা হচ্ছে, উখিয়া বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের এ বল্ক ১৯নং রুমের বাসিন্দা মোঃ ইলিয়াছের পুত্র মোঃ শফিক (২৫) এবং হোয়াইক্যং তুলাতলী ঘোনা পাড়া এলাকার স্থানীয় আবুল কাশেমের পুত্র আব্দুল করিম (২২)। এরপর বস্তা ২টি তল্লাশী করে ৩ লাখ ইয়াবা পাওয়া যায় বলে জানায় র‍্যাব।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব ১৫ সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটক দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী প্রক্রিয়া শেষ করার জন্য টেকনাফ থানায় প্রেরন করা হয়েছে।

আরও খবর