সংবাদ বিজ্ঞপ্তি ◑ জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি উখিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে যোগাযোগ বিষয়ক সম্পাদক করা হয়েছে মো আসাদ চৌধুরীকে।
মঙ্গলবার (০৭ জুলাই) এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটিতে এই পদ দেওয়ায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি এবং সকলের সহযোগিতা নিয়ে অসহায় নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-