সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউস এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর মডেল থানার আওতাধীন শহর পুলিশ ফাঁড়ির এএসআই ফিরোজ আলম। তার সঙ্গে ছিলেন এএসআই ধীমন বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।
আটককৃতরা হলেন, পুর্ব লাইট হাউজ পাড়ার মোহাম্মদ ইসমাঈলের ছেলে মোহাম্মদ হোসেন (৩৫) ও ফাতেরঘোনার মৃত নুরুল কবিরের ছেলে মোহাম্মদ রাসেল (২১)।
অভিযানে নেতৃত্ব দেয়া শহর পুলিশ ফাঁড়ির এএসআই ফিরোজ আলম বলেন, ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াছিনের নির্দেশে উক্ত স্থানে অভিযান পরিচালনা করি। আটক দু’জনের গতিবিধি সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করে এসব ইয়াবা পাওয়া যায়। পরে মাদক মামলায় তাদের চালান দেয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-