গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ ২ বিজিবি সদস্যদের অভিযানে এক স্বর্ণ কারবারী রোহিঙ্গা আটক। স্বর্ণের বার উদ্ধার।
৯ জুলাই বিজিবি এক প্রেস বার্তায় জানায়, গত ৮ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস নামে একটি যাত্রীবাহি গাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে মোঃ শফিউল্লাহ (৪০) নামে এক রোহিঙ্গা অপরাধীর পরনে থাকা পান্জাবীর পকেট থেকে একটি স্বর্ণের পুটলাসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
আটক আসামী হচ্ছে উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯ নং ক্যাম্পের ব্লক-সি/১৯ এর বাসিন্দা মোঃ রশিদ আহমদের পুত্র। এরপর উদ্ধারকৃত স্বর্ণ গুলো বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে এসে পরিমাপ করে ৭১ভরি,১আনা,৫রত্বী,৫ পয়েন্ট স্বর্ণ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪৩লক্ষ ২হাজার ৭৪৭টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান,আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী প্রক্রিয়া শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-