হিমছড়িতে ৯০ হাজার ইয়াবাসহ ধরা পড়লো টেকনাফের দেলোয়ার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 
র‍্যাব-১৫ সদস্যদের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার দেলোয়ার নামে এক মাদক ব্যবসায়ী আটক।

তথ্য সূত্রে জানা যায়, ৯জুলাই দিবাগত গভীর রাত ১টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ সদস্যদের একটি দল রামু হিমছড়ি সাহাত ওসামা বিন আফসান (রাঃ) হেফজখানা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পাশে মাদক বিক্রির গোপন সংবাদের তথ্য অনুযায়ী উক্ত এলাকায় অভিযানে গেলে মাদক পাচারে জড়িত কয়েকজন লোক কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাবব সদস্যরা ধাওয়া করে টেকনাফ উপজেলা হোয়াইক্যং নয়াবাজারের মৃত নুরুচ্ছালামের পুত্র মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন (২৮) কে আটক করতে সক্ষম হয়।

এরপর আটক অপরাধীর হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৯০ হাজার ইয়াবা পাওয়া যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বার্তায় জানান, ইয়াবাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য রামু থানায় প্রেরণ করা হয়েছে করা হয়েছে।

আরও খবর