লোহাগড়া ◑ কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় লোহাগাড়া থেকে ৩ হাজার ১’শ ৫০পিস ইয়াবাসহ দু’জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল বুধবার (৮ জুলাই) লোহাগাড়া থানার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে হাইওয়ের ওপর দুটি বাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কুনু মিয়ার ছেলে মো. সুমন মিয়া প্রকাশ সুমন আহমেদ (৩৫) ও টেকনাফ থানার হ্নীলা ইউপির রহমানের স্ত্রী সালমা আক্তার (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পটিয়া উপজেলার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে হাইওয়ের ওপর মারছা ও শ্যামলী বাস দুটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
এসময় দুজনকে সুমন মিয়ার কাছে ১ হাজার ২৫০ পিস ও সালমা আক্তারের কাছ থেকে ১ হাজার ৯’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সালমা আক্তার ইতিমধ্যে ইয়াবা পাচার করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবদে স্বীকার করে। তাদের বিরুদ্ধে লোহাগড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-