করোনার থাবায় চলে গেল চাকরি: কক্সবাজারে যুবকের আক্ষেপ!


‘করোনায় শেষ পর্যন্ত চাকরি হারাতে’ হলো এমন কষ্টের কথা জানালেন, কক্সবাজারের উদীয়মান সংগীত শিল্পী এবং সংবাদকর্মী সাইফুল ইসলাম বাপ্পা।

এমনিতে করোনা পজিটিভ, অন্যদিকে এই দুঃসময়ে স্কুলের চাকরি ও গেলো! আমি রীতিমতো অবাক হচ্ছি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে।

পাঁচজন শিক্ষক ছাটাই করা হলো। যারা বিপদের বন্ধু হিসেবে ছিলো, তারা সুসময়ের বন্ধু হয়ে লাভ কি! একবারের জন্যও আমি বেতন চাইনি কর্তৃপক্ষের কাছে, ৪ মাসের বেতন এখনো বকেয়া, তবে সেটি কবে পাবো আল্লাহ ভালো জানেন।

এমন বিপদের সময় কর্তৃপক্ষের এমন ব্যবহার সত্যিই দুঃখজনক।

প্রাণপ্রিয় স্টুডেন্ট, স্কুল ক্যাম্পাস এবং প্রিয় সহকর্মী শিক্ষকদের অনেক বেশি মিস করবো। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন আমাকে আরো বেশি বেশি ধৈর্য্য শক্তি বাড়িয়ে দেন।

সাইফুল ইসলাম বাপ্পা
সদ্য চাকরি হারা করোনা রোগী।

আরও খবর