কক্সবাজারে বুধবার ২২৮ টেস্টে রোহিঙ্গাসহ ৩৪ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক ◑ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ৮ জুলাই ২২৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৩৪ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ২৩ জন, ভিন্ন জেলায় ১০ জন ও রোহিঙ্গা শরনার্থী ১ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ১৯৪ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ৮ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ২৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৩ জন, রামু উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ১০ জন ও কুতুবদিয়া উপজেলায় ২ জন। এছাড়া বান্দরবান জেলায় ১০ জন ও রোহিঙ্গা শরনার্থী ১ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

আরও খবর