জাহেদ হাসান :
চট্টগ্রাম জেলা পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার ২শত ৯০ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মনি ও চকরিয়া উপজেলার শাকেরকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ৭ জুলাই সন্ধ্যা ৬টার দিকে বাঁশখালী থানার
এসআই(নিঃ) মোঃ আকতার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালী থানাধীন পুঁইছড়ি নতুন পাড়া ফুটখালী ব্রীজ এলাকায় পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ওই নারীর কাছ থেকে ৮,২৯০ (আট হাজার দুইশত নব্বই) পিস ইয়াবা উদ্ধার সহ তাকে আটক করে।
আসামী মিতু আক্তার প্রকাশ মনি (২১)স্বামী-আক্তার মিয়া,সাং-মইয়া দিয়া ৩ নং ওয়ার্ড, পেকুয়া-কক্সবাজার।
এদিকে দিনব্যাপী বিশেষ অভিযানে লোহাগাড়া থানার
এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ সকাল ৭ টার দিকে লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক ইয়াবা পাচারকারী আটক করে।
আসামী ,মো:আরমান হোসেন প্রকাশ শাকের(২৮), পিতা-মো: সোলতান আহাম্মদ, মাতা-মোছেদা বেগম, সাং-হরিয়াঘোনা, চেয়ারম্যান পাড়া,চকরিয়া -কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে চট্টগ্রাম জেলা পুলিশ নিশ্চিত করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-