চট্টগ্রামে ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ কক্সবাজারের ২ যুবক আটক

জাহেদ হাসান :


চট্টগ্রামে জেলা পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকালে ৪ হাজার ২০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক ও কক্সবাজার জেলার স্হানীয় দু’জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ৬ জুলাই দিনব্যাপী বিশেষ অভিযানে সীতাকুণ্ড থানার এসআই মাহবুব আলম সঙ্গীয় ফোর্সসহ রাত ৮.টা সীতাকুন্ড মডেল থানাধীন ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১,০২০ (এক হাজার বিশ) পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করে।

আসামী আব্দুল করিম(২২),পিতা-মৃত আব্দুর রহিম, মাতা-নুর ছাবা, সাং-নাজিরপাড়া, ৮নং ওয়ার্ড, টেকনাফ-কক্সবাজার।কে গ্রেফতার করে।

একই দিনে পৃথক অভিযানে পটিয়া থানার এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যা ৭.২০ মিনিটের সময় পটিয়া থানাধীন কচুয়াই কমল মুন্সিরহাট বাইপাস মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করে।

আসামী আব্দুল শরিফ (৩০), পিতা- রশিদ আহমদ ঠিকানা:থ্যাইংখালী,রোহিঙ্গা ক্যাম্প ব্লক- ১৪, বালুখালি, উখিয়া-কক্সবাজার।

এদিকে একই দিনে সীতাকুণ্ড থানার এসআই মোঃ আশরাফ সিদ্দিক বিকাল ৫ টার দিকে সীতাকুন্ড মডেল থানাধীন ভাটিয়ারী বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের এক যুবককে আটক করে।

আসামী মোঃ আবুল কাশেম(৩৫)পিতা-কবির আহমদ, মাতা-নুর নাহার, সাং-হোয়াইক্যং,উত্তর হৃীলা,টেকনাফ -কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ।

আরও খবর