নিজস্ব প্রতিবেদক ◑
নগরীর ঈদগাঁ কাঁচা রাস্তার মোড় এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (২৭) ও মো. সোহেল মিয়া (৩০)। সোমবার (৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাঁচ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-বন্দর) অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক জানান, গত রবিবার (৫ জুলাই) রাতে আটককৃতরা নগরীর বহদ্দারহাট থেকে ইয়াবা ক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়ায় যায়।
সেখান থেকে একটি ট্রাকে করে লুকিয়ে ৫ হাজার পিস ইয়াবা নিয়ে আজ সোমবার (৬ জুলাই) আবারও নগরীতে প্রবেশ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালানো হয় তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-