উখিয়ায় এসে ইয়াবা কিনে ট্রাকে লুকিয়ে পাচার: দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক ◑

নগরীর ঈদগাঁ কাঁচা রাস্তার মোড় এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (২৭) ও মো. সোহেল মিয়া (৩০)। সোমবার (৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাঁচ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-বন্দর) অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক জানান, গত রবিবার (৫ জুলাই) রাতে আটককৃতরা নগরীর বহদ্দারহাট থেকে ইয়াবা ক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়ায় যায়।

সেখান থেকে একটি ট্রাকে করে লুকিয়ে ৫ হাজার পিস ইয়াবা নিয়ে আজ সোমবার (৬ জুলাই) আবারও নগরীতে প্রবেশ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালানো হয় তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আরও খবর