কক্সবাজারে মুদির দোকানে ইয়াবা ক্রয়-বিক্রয়: র‍্যাবের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক ◑  কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়া থেকে ৮ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ আব্দুল্লাহ আল নেমান (২৬)।

সে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার মোঃ নুরুল আলমের ছেলে। সোমবার (৬ জুলাই) বিকেলে ইয়াবাসহ নোমানকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান-উত্তর রুমালিয়ারছড়া ব্রিক ফিল্ড রোডের জনৈক বেদারুল আলমের আরিফ এন্টারপ্রাইজ মুদি দোকানে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে এই অভিযান পরিচালিত হয়। ইয়াবাসহ আসামীকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও খবর