করোনামুক্ত হলেন কক্সবাজার হার্ভার্ড কলেজের পরিচালক মফিজ উদ্দিন

ইমাম খাইর, কক্সবাজার ◑
দীর্ঘ ১৮ দিন পর করোনামুক্ত হলেন কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের পরিচালক, উদীয়মান ব্যবসায়ী মোঃ মফিজ উদ্দিন।

গত ১৮ জুন উখিয়া SARI আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে তিনি ভর্তি হন। ১৬ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর ৪ জুলাই সুস্থ হয়ে বাসায় ফিরেন।

বর্তমানে তিনি কক্সবাজার শহরের রুমালিয়ারছড়াস্থ বাসায় রয়েছেন। গত ১৬ জুন মোঃ মফিজ উদ্দিনের করোনা পজিটিভ ধরা পড়ে।

এর আগে ১৩ জুন মোঃ মফিজ উদ্দিনের করোনার লক্ষণ দেখা দিলে তার মামা শ্বশুর ও কক্সবাজারের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক নুরুল আলমের তত্ত্বাবধানে হোম কোয়ারান্টিনে চিকিৎসা চালিয়ে যান।

১৬ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল জমা দেন। একই দিন সন্ধ্যায় তার রিপোর্ট ‘পজিটিভ’ আসে।

অসুস্থ থাকা অবস্থায় যারা সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন, পরামর্শ দিয়ে পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোঃ মফিজ উদ্দিন।

বিশেষ করে মামা ডাক্তার নুরুল আলমের প্রতি কৃতজ্ঞতা জানান।

মোঃ মফিজ উদ্দিন উখিয়া উপজেলার রাজাপালং হিজলিয়া গ্রামের মৃত মোঃ ইসলামের ছেলে।

তিনি উখিয়া কোটবাজার অরিজিন হাসপাতালের সাবেক ভাইস চেয়ারম্যান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মফিজ এন্ড কোম্পানির স্বত্বাধিকারী, তারাবনিয়ারছড়াস্থ পার্টিকেল ডিজাইন পয়েন্টের স্বত্বাধিকারী, পারটেক্স গ্রুপ কক্সবাজারের ডিস্ট্রিবিউটর, কক্সবাজার বে-মেরিনা ট্যুরিজম ও হোটেল বে-মেরিনার পরিচালক।

আরও খবর