বলরাম দাশ অনুপম ◑
করোনাকে জয় করে কর্মস্থলে ফিরলেন কক্সবাজার সদর মডেল থানার তিন পুলিশ কর্মকর্তা।
এরা হলেন-সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ ইমাম হোসেন।
করোনা জয় করে সোমবার (৬ জুলাই) নিজ কর্মস্থলে ফিরলে ওসি তদন্তসহ ৩ পুলিশ কর্মকর্তাকে ফুল দিয়ে বরন করে নেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কবির। এসময় ওসি (অপারেশন) মাসুম খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কবির বলেন-মনোবল শক্ত রাখলে আর স্বাস্থ্যবিধি মনে চললে করোনাকে জয় করা সম্ভব। উল্লেখ্য-গত ১৩ জুন ওসি তদন্ত মোঃ খায়রুজ্জামান এবং ১১ জুন এসআই কামাল হোসেন ও এএসই ইমাম হোসেনের করোনা পজিটিভ আসে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-