গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ নাফনদী সীমান্তে উপকুলে বিজিবির সাথে গোলাগুলির ঘটনায় মাদক পাচারে জড়িত উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দুই রোহিঙ্গা যুবক নিহত ও বিজিবির সদস্য আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র,গুলি ও বিপুল পরিমান ইয়াবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল হাসান খান (পিএসসি) এক প্রেস বার্তায় জানান, ৫ জুলাই (রবিবার) দিবাগত গভীর রাত ১১টার দিকে বিজিবি গোপন সংবাদে জানতে পারে ইয়াবা পাচারের অন্যতম পয়েন্ট হিসাবে পরিচিত টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন অবরাং নানীর বাড়ী নামক নাফনদী সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান প্রবেশ করবে। সেই তথ্য অনুযায়ী ২ বিজিবির দায়িত্বরত একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযানে যায়।
কিছুক্ষণ পর ২/৩জন ব্যাক্তিকে নাফনদী সাঁতরিয়ে উপকুলের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করার জন্য সামনের দিকে এগিয়ে গেলে আড়ালে উৎপেতে থাকা তাদের সহযোগীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলিবর্ষন শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।
নিহত দুই রোহিঙ্গা যুবক হচ্ছে, উখিয়া কুতুপালং ৫নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোঃ শফির পুত্র মোঃ আলম(২৬),বালুখালী ২নয় রোহিঙ্গা ক্যাম্পের ১৮নং বল্কের বাসিন্দা মোঃ এরশাদ আলীর পুত্র মোঃ ইয়াসিন(২৪)।
উক্ত ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয় এবং ঘটনাস্থল তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা,১টি চায়না পিস্তল,২টি তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
এব্যাপারে বিজিবি অধিনায়ক বলেন, মাদক কারবারে জড়িত অপরাধীরা টেকনাফ নাফনদী সীমান্ত উপকুলের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে তাদের অপকর্ম অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা সদা প্রস্তুত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-