জাহেদ হাসান :
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দু’ডাকাত কে আটক করেছে পুলিশ। এ সময় ৪টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,৩জুলাই শুক্রবার গভীর রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বালু পাহাড় (গোস্ত গ্রাম) এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত।এমন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি টিম রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দু’জন ডাকাতকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন -কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া,খামার পাড়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে সুলতান আহমদ (৪৫)ও রামু উপজেলা রশিদ নগর ইউনিয়নের বড় ধলির ছড়া গ্রামের মৃত আলী হোছনের ছেলে হাবিব উল্লাহ হাবি(২৮)।এসময় তাদের কাছ থেকে দু’টি একনালা বন্দুক ও দু’টি দেশীয় তৈরি কাটা বন্দুক উদ্ধার করে পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-