গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে র্যাবের অভিযানে আটক হলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মাদক ব্যবসায়ী নুরুল আমিন।
তথ্য সূত্রে জানাযায়, ৩ জুলাই (শুক্রবার) রাত সোয়া ৮টার দিকে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের দায়িত্বরত একটি দল টেকনাফ সদর ইউনিয়ন হাতিয়ার ঘোনা মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করবে।
উক্ত গোপন সংবাদের তথ্য অনুযায়ী অভিযানে গেলে মাদক পাচারে জড়িত অপরাধীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে নুরুল আমিন(২৮) নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করে।
এরপর তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ৮ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। আটক আসামী হচ্ছে, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প নং-২ ডি-৫ বল্কের বাসিন্দা মৃত আব্দুল জলিলের পুত্র।
সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী প্রক্রিয়া শেষ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-