বান্দরবান প্রতিনিধি ◑ বান্দরবানের রুমার দুর্গম এলাকা রেমাক্রী প্রাংসায় দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ জুলাই) তাদের গ্রেপ্তার করে রুমা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মংবাচিং মার্মা (৫৫), মংহাই মার্মা (৫৫), উচিমং মার্মা (৫০), থোয়াই সা মার্মা (৪৫), মংনু মার্মা (৪১), থুসেই মার্মা (৩৫), উক্যহ্লা মার্মা (৩৫), ক্যনুচিং মার্মা (২৯), বাসিংউ মার্মা (২৮), শৈইসিং থোয়াই মার্মা (২৩), ফিঞোচিং মার্মা (২৩), শৈনুমং মার্মা (২০), ইউনুংচিং মার্মা (১৯) ও মেলিপ্রু মার্মা (১৮)। এরা সবাই রুমার দুর্গম রেমাক্রী প্রাংসা ইউনিয়নের হ্লাচিং পাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০ জুন) রুমা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের হ্লাচিং পাড়ার থোয়াই হ্লাচিংয়ের ছেলে ক্যসিং থোয়াই মার্মা (৩০) ও থোয়াই বাই অং মার্মা (৩৬) দুই সহোদরকে একই এলাকার বাসিন্দারা গণধোলাই দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ক্যসিং থোয়াইয়ের স্ত্রী মেথেচিং মার্মা গতকাল বৃহস্পতিবার (২ জুন) রুমা থানায় একটি জোড়া খুনের মামলা করলে দুর্গম পাহাড়ি এলাকার হ্লাচিং পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী জানান, মামলা হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের কৃত অপরাধ স্বীকার করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-