র‍্যাবের হাতে ইয়াবাসহ উখিয়া , রামু ও সদরের ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক ◑  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ কক্সবাজার সদর লিংক রোডস্থ মুহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার র‌্যাব-১৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বহন করে কক্সবাজারের লিংকরোড টু টেকনাফগামী রোডে মধ্যম মুহুরীপাড়াস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্র‘র কাছে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫‘র একটি দল বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার সময় উক্ত স্থানে পৌছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব দল তাদের ধরে ফেলে।

আটকৃতরা হলো-উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালি রুমখাঁর মোঃ ইসমাইল ও খুইল্যা বিবির পুত্র জামাল উদ্দিন (৩০),রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড বলিপাড়ার মৃত রশিদ আহাম্মদ ও মৃত দিল ফিরোজার পুত্র আঃ রহিম (৪২) এবং সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মহিছিনিয়া পাড়ার মৃত শফিক ও মাতা-আলকুমার পুত্র সিএনজি চালক মোঃ ইউনুছ (৩৮)। এসময় সহযোগী একজন অজ্ঞাতনামা আসামী কৌশলে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আরও খবর