অনলাইন ডেস্ক ◑ সারা বিশ্বের চিকিৎসা বিশেষজ্ঞ ও গবেষকরা যখন নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের অন্যতম উপায় হিসেবে লকডাউনের কথা বলেছিলেন, তখন উল্টো পথে হেঁটে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুনেত্রা গুপ্তা বলেছিলেন, লকডাউনে করোনার স্থায়ী সমস্যার সমাধান হবে না। এবার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক সুনেত্রা গুপ্তা জানালেন, সবার করোনা প্রতিষেধকের প্রয়োজন নেই। এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
অধ্যাপক সুনেত্রা গুপ্তার মতে, যেকোনো সুস্থ-সবল মানুষ, যাঁর শরীরে আনুষঙ্গিক কোনো রোগ নেই, তাঁর করোনা ভ্যাকসিনের প্রয়োজন নেই। যাঁরা বয়স্ক, তাঁদের ভ্যাকসিনের প্রয়োজন হতে পারে। সাধারণ জ্বর-ঠাণ্ডা বা ফ্লুর চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকারই নেই করোনাকে।
অধ্যাপক সুনেত্রা গুপ্তার মতে যখন করোনার ভ্যাকসিন আবিষ্কার হবে, তখন তা কিছু ক্ষেত্রে দুর্বল বা অসুস্থ মানুষের ক্ষেত্রে সহায়ক হতে পারে, কিন্তু সবার সে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। এমনকি করোনা নিয়ে এত ভাবাভাবিরও দরকার নেই। আর দশটা অসুখের মতো করোনা আতঙ্কও একদিন নিজে থেকেই কেটে যাবে। কোভিড-১৯ এর গুরুত্ব আমাদের জীবনে আর পাঁচটা ইনফ্লুয়েঞ্জার মতোই সাধারণ ব্যাপার হয়ে যাবে বলেই মনে করেন অধ্যাপক সুনেত্রা গুপ্তা। সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।
অধ্যাপক সুনেত্রা গুপ্তা বলেন, ‘আমি মনে করি করোনায় মৃত্যুর হার অন্য ইনফ্লুয়েঞ্জার তুলনায় কম। আর এর প্রতিষেধক তৈরিও সহজ হবে। গরমকাল শেষ হওয়ার আগেই, আমার ধারণা, প্রতিষেধক যে কাজ করছে, তার যথেষ্ট প্রমাণ হাতে আসবে।’
অধ্যাপক সুনেত্রা গুপ্তার মতে, যেসব দেশ লকডাউন করে করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পেরেছিল, সেসব দেশে আবার করোনা বড় আকারে দেখা দিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-