নিজস্ব প্রতিবেদক ◑
রামু উপজেলার জোয়ারিয়ানালায় ভুমিদস্যু ও পাহাড় খেকোদের হামলায় গুরুতর আহত হয়েছে তিন সাংবাদিক। এসময় ছিনিয়ে নিয়েছে তিনটি মোবাইল।
বুধবার (১ জুলাই) দুপুর আড়াইটার দিকে জোয়ারিয়ানালা মসজিদ রোড বাজার এলাকায় এঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন, দৈনিক দৈনন্দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মুহিববুল্লাহ মুহিব, কক্সবাজার জার্নাল ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম ও দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রির্পোটার মিজানুর রহমান মিজান।
আহত সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় ইউপি মেম্বার মিজানুর রশিদ রুবেল প্রকাশ রুবেল মেম্বারের নির্দেশে পুর্বমোরা পাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে শামসুল আলম (৪০), নুরুল হক প্রকাশ কসাইর ছেলে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের ভাই আব্দুল গফুর, তার ভাই আব্দুর শুক্কুর, আমির উদ্দিনের ছেলে কলিম উল্লাহ, মৃত ছৈয়দ আলমের ছেলে জয়নাল উদ্দিনসহ অজ্ঞাত ৮/১০ জন লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় গুরুতর আহত সাংবাদিকদের করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানায়, এসব চিহ্নিত ভুমিদদস্যু দীর্ঘদিন ধরে নানা অজুহাতে রামু উপজেলার অর্ধ-শতাধিক পাহাড় কেটে সাবাড় করছিল। হামলার শিকার সাংবাদিকরা পাহাড় কাটার ছবি তুললে উপরোক্ত আসামীরা চা খাওয়ার কথা বলে দোকানে বসে সংগবদ্ধ হয়ে হামলা চালায়। এবিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি রামু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় প্রাণ নিয়ে ফিরেছে সাংবাদিকরা।
এবিষয় অভিযোক্তদের আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রামু থানার ওসি আবুল খায়ের।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-