চকরিয়া ◑ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাশিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮২০ পিস ইয়াবাসহ দুইজনক আটক করেছে র্যাব-৭ এর একটি টিম।
আটক দুই ইয়াবা ব্যবসায়ী হলো-চকরিয়া থানাধীন ফাশিয়াখালী এলাকার ওসমান গণির ছেলে মো. উমর ফারুক (২৪) ও আহমুদুর রহমানের ছেলে মো. গিয়াস উদ্দিন (২০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, চকরিয়া থানাধীন ফাশিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮২০ পিস ইয়াবাসহ দুইজনক আটক করেছে র্যাব-৭ এর একটি টিম। আটক দুইজনকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-