উখিয়া উপজেলা প্রশাসনকে কোস্ট ট্রাস্ট্রের সুরক্ষা সামগ্রী প্রদান

ইমাম খাইর, কক্সবাজার
উখিয়া উপজেলায় করোনা সংক্রমণে নিহতদের সমাধিস্থ করার কাজে নিয়োজিত উপজেলা কমিটির ২০ জন সদস্যের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ট্রাস্ট্র।

সোমবার (২৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর হাতে সংস্থাটির পক্ষে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন কোস্ট ট্রাস্ট্রের কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

করোনার এই দুঃসময়ে প্রয়োজনীয় উপকরণ দিয়ে পাশে থাকায় কোস্ট ট্রাস্টের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির শুরু থেকেই আত্মরক্ষা মূলক সামগ্রী বিতরণ, নগদ অনুদানসহ মানবিক কর্মসূচিতে সবসময় প্রশাসন ও মানবতার পাশে থেকেছে কোস্ট ট্রাস্ট।

পাশাপাশি করোনা সংক্রমণ থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে রক্ষা করতে গণসচেতনতা মূলক প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে দেশের সনামধন্য এই বেসরকারী সংস্থাটি।

ভবিষ্যতেও সম্ভাব্য সকল ধরণের সহযোগিতাসহ মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।

আরও খবর