অনলাইন ডেস্ক ◑ টাকার বিনিময়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার প্রস্তাব অবশেষে অর্থ মন্ত্রণালয়েরও অনুমোদন পেল। ফলে সরকারিভাবে করোনাভাইরাসের পরীক্ষা আর বিনামূল্যে হবে না— এটা চূড়ান্ত হয়ে গেল। সোমবার (২৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানও।
সিদ্ধান্ত অনুযায়ী সরকারিভাবে করোনাভাইরাসের পরীক্ষা বুথে গিয়ে করাতে হলে লাগবে ২০০ টাকা। অন্যদিকে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করতে হলে লাগবে ৫০০ টাকা।
সরকারি ল্যাবে এতোদিন বিনামূল্যেই করা হচ্ছিল করোনাভাইরাসের নমুনা পরীক্ষা। অন্যদিকে বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষার ফি সাড়ে তিন হাজার টাকার মতো। বাসায় এসে নমুনা নিলে আরও এক হাজার বেশি— লাগে সাড়ে চার হাজার টাকা।
এর আগে সরকারি ল্যাবে করোনার পরীক্ষায় ফি বসানোর জন্য প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রস্তাব যায় স্বাস্থ্যসেবা বিভাগে। সেখানকার হাসপাতাল অনুবিভাগ থেকে সেটি পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এখন শুধু প্রজ্ঞাপন করলেই চট্টগ্রাম ও ঢাকাসহ সারা দেশে সেটি কার্যকর হয়ে যাবে।
ফি বসানোর পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে, বর্তমানে করোনার যে পরীক্ষা হচ্ছে, সেটি ব্যয়বহুল। এতে বিপুল অংকের অর্থ ব্যয় হচ্ছে। বিনামূল্যে এই পরীক্ষার সুযোগ রাখায় নানাভাবে এর অপব্যবহার হচ্ছে। এই অপব্যবহার রোধ করতে ফি বসানোর নির্দেশনা এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই। গত ৩০ মে করোনা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশনা দেন।
বর্তমানে সারা দেশের ৬৬টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে প্রতিদিন নমুনা পরীক্ষা হচ্ছে। চট্টগ্রামে সরকারিভাবে চারটি ল্যাবে করোনার পরীক্ষা হচ্ছে বিনামূল্যে। এগুলোতে গড়ে সবমিলিয়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ নমুনা পরীক্ষা করা হয়ে থাকে। অন্যদিকে বেসরকারি দুটি ল্যাব শেভরন ও ইমপেরিয়াল হাসপাতাল সাড়ে তিন হাজার টাকা ফি নিয়ে করোনা পরীক্ষা শুরু করেছে চট্টগ্রামে।
২৬ জুন পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী, সারা দেশের ৬৬টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ছয় লাখ ৯৬ হাজার ৯৪১টি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-