মহিউদ্দিন মাহী ◑
মহামারির ঢেউ যেন লেগেই আছে কক্সবাজারে। নভেল করোনাভাইরাস কোভিড-১৯ একদিনেই পজিটিভ হয়েছে ১০৪ জন।
রোববার (২৮ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সন্দেহভাজন নমুনা পরীক্ষা হয়েছে ৪৯২ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ১০১ জন। আর ফলোআপ হিসেবে পুরাতন রোগী রয়েছেন ৩ জন।
কমেকের ল্যাবে শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে সর্বাধিক ২৫ জন বাসিন্দা কক্সবাজার সদর উপজেলাতেই রয়েছেন। রামুতে ৮ জন, উখিয়ায় ৮ জন, টেকনাফে ৮ জন, চকরিয়ায় ৯ জন, পেকুয়ায় ৩ জন, মহমেখালী ৬ জন, দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ৭ জন, বান্দরবানে ২০ জন, চট্টগ্রামের সাতকানিয়ায় ৬ জন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ১জন রোহিঙ্গা রয়েছেন।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তাঁর দেয়া তথ্যমতে, কক্সবাজার মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে ৪৯২ জনের, নেগেটিভ হয়েছে ৩৮৮ জনের।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-